ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৩ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৭ মে ২০২৩ পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।
বিশ্ববিদ্যালয়টির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান নারগীস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ।
মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। যাঁরা দুটি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে জিপিএ–১০ পেয়েছেন, তাঁরা টিউশন ফিতে এ ছাড় পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও এ সুযোগ রয়েছে।