বিএসএমএমইউ
বিএসএমএমইউ

বিএসএমএমইউতে এমফিল-এমপিএইচ-এমমেড–ডিপ্লোমা কোর্সের উত্তীর্ণ ১১৭৪ চিকিৎসক, ভর্তি শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে জুলাই-২০২৪ সেশনের এমফিল, এমপিএইচ, এমমেড ও ডিপ্লোমা কোর্সে নির্বাচিত চিকিৎসকদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত সকল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২৪ সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য সরকারি, বিএসএমএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও বেসরকারি কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১১৭৪ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হলো। বেসরকারি প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ১৩ থেকে ৩০ জুনের মধ্য কোর্সের ভর্তির কার্যক্রম চলবে। সরকারি এবং বিএসএমএমইউ প্রার্থীদের ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানে ১৩ জুন থেকে ছুটির আদেশ বা প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে। সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি–সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই ২০২৪ সেশনে ভর্তিকৃত সব প্রার্থীকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ–সংক্রান্ত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষা কার্যক্রম ১ জুলাই ২০২৪ তারিখে শুরু বিধায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদেরকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

*চিকিৎসকদের তালিকা দেখুন এখানে