মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে (টিই) MSc in Textile Engineering এবং M.Engineering প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসে এক হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
*এসএসসি ও এইচএসসি বা সমমানে আলাদাভাবে সিজিপিএ–৩ থাকতে হবে;
*বিএসসি (ইঞ্জি.) কোর্সে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে;
*চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
*চাকরিরত প্রার্থীদের ন্যূনতম ছয় মাসের ছুটি নিতে হবে।
ক. শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব পরীক্ষার মার্কশিট/ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
খ. নাগরিকত্বের সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;
গ. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
ঘ. সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
#আবেদনের শেষ তারিখ: ৮/১০/২০২৪।
#অ্যাডমিশন টেস্ট/সাক্ষাত্কার (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত): ২১/১০/২০২৪।
#ফলাফল প্রকাশ: ২৩/১০/২০২৪।
#ভর্তির তারিখ (ছুটির দিন ব্যতীত): ২৭/১০/২০২৪ থেকে ০৬/১১/২০২৪ পর্যন্ত।
#ক্লাস শুরু: ০৯/১১/২০২৪।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.mbstu.ac.bd