বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে ১০ বিষয়ে স্নাতকোত্তর, জিপিএ ২.৫ থাকলেই আবেদন

দেশের একমাত্র মেরিটাইম উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১০টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। অনলাইনে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিষয়গুলো হলো-

  • এমবিএ ইন মেরিটাইম বিজনেস (এমএমবি);

  • এমবিএ ইন মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (এমটিএইচএম);

  • মাস্টার ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট (এমপিএসএম);

  • মাস্টার ইন মেরিটাইম সায়েন্স (এমএমএস);

  • এলএলএম ইন মেরিটাইম ল (এলএলএম);

  • মাস্টার ইন মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এমবিএসএস);

  • মাস্টার ইন মেরিন বায়োটেকনোলজি (এমএমবিটি);

  • এমএস ইন ওশানোগ্রাফি (এমও);

  • এমএসসি ইন কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং (এমসিআরই) এবং

  • এমএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং (এমএনএওই)।

আবেদনের যোগ্যতা-

প্রতিটি বিষয়ে আবেদনের জন্য যোগ্যতা আলাদা। আবেদনের বিস্তারিত শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। সব বিষয়ে আবেদনের অন্যতম একটি শর্ত হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে সিজিপিএ–৪–এর মধ্য ২ দশমিক ৫ থাকতে হবে। ৩ সেমিস্টারে এ প্রোগ্রামগুলো শেষ হবে। প্রতিটি সেমিস্টার ৬ মাসের।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ-

  • অনলাইনে আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে

  • অনলাইনে আবেদন শেষ: ২২ ফেব্রুয়ারি, ২০২৪

  • লিখিত পরীক্ষা: ২ মার্চ, ২০২৪

  • ভাইভা: ১৩ মার্চ, ২০২৪

  • ক্লাস শুরু: ১৬ এপ্রিল, ২০২৪

আবেদন যেভাবে-

লিখিত ও ভাইভার ফলাফলের সঙ্গে প্রার্থীর পূর্ববর্তী একাডেমিক রেকর্ডগুলোও চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আবেদনকারী অনলাইনে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের বিস্তারিত applyonline.bsmrmu.edu.bd ওয়েবসাইটে পাবেন আগ্রহী প্রার্থীরা।