সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ডিইউএমএস কোর্স, ৫ বছর আগে পাস করা প্রার্থীর সুযোগ

সিলেটে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পর অনধিক ৫ বছরের মধ্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর।

৫০ আসনে শিক্ষার্থী ভর্তি নেবে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর মধ্যে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ৩ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটায় ১টিসহ ৪টি আসন সংরক্ষিত থাকবে। ৪৬ শিক্ষার্থী মেধায় ভর্তি হতে পারবেন। কোটায় শিক্ষার্থী না পেলে সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে।    

ভর্তির যোগ্যতা

  • এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ–২.৫ পয়েন্ট পেতে হবে;

  • এসএসসি/সমমান পরীক্ষায় পাস করার পর অনধিক ৫ বছরের মধ্যে আবেদন করতে পারবে।

কত নম্বরের পরীক্ষা

  • প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ লিখিত পরীক্ষায় (বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-১৫, পদার্থ-১৫, রসায়ন-১৫, জীববিজ্ঞান-১৫, সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের সঙ্গে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ২০ গুণ যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

  • জীববিজ্ঞান বিষয়ে নম্বর গ্রেড বেশি পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেধাতালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা
১৯/০৯/২০২৪, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।

আবেদন ফি কত

আবেদনপত্র ফি বাবদ ২০০ টাকা, কেন্দ্র ফি ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন।