২০২৩ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি না দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ২১ জানুয়ারি থেকে বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করার পর ওই শিক্ষার্থীদের সপ্তম ও অষ্টম শ্রেণিতে আর রেজিস্ট্রেশন করা হবে না।