বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিতে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বাছাইয়ের জন্য ২৪ ফেব্রুয়ারি দুই শিফটে প্রাক্-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুয়েটের ওয়েবসাইটে বলা হয়েছে, যোগ্য প্রার্থীরা ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রাক্–নির্বাচনী পরীক্ষার ভর্তি ফি প্রদান করতে পারবেন। ফি প্রদানের পরই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
প্রথম শিফটের প্রাক্-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।