গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যেতে চাইছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নিতে বিশেষ একাডেমিক সভার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি। আগামী ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ সভা করার অনুরোধ করে সংগঠনের পক্ষ থেকে চিঠিও দিয়েছেন শিক্ষকেরা।
আজ বৃহস্পতিবার সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে উপাচার্য ইমদাদুল হককে চিঠি দেন শিক্ষক সমিতির নেতারা।
চিঠিতে বলা হয়েছে, গত ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভায় গুচ্ছ থেকে বের হওয়া সিদ্ধান্ত জানানো হয়। তবে মন্ত্রী গুচ্ছে থাকার আহ্বান জানান। যা সমিতির জরুরি সাধারণ সভায় শিক্ষকদের জানানো হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ৪০ ধারা সমুন্নত রাখা, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো, একাডেমিক এক্সিলেন্স এবং বঙ্গবন্ধু প্রতিশ্রুত বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার পূর্বের গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তে সহকর্মীরা অনড় থাকেন।