জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আগ্রহীদের আবেদন চলছে অনলাইনে। আগামীকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত করা যাবে আবেদন। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২০ জানুয়ারি থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাউন অ্যান্ড টেকনোলজি (২০২৩-২৪) কোর্সগুলোতে অনলাইন ভর্তি কার্যক্রম ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আবেদন ফি ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১৮ ডিসেম্বর মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স (২০২৩-২৪), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক (২০২৩-২৪), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ (২০২৪-২৫), মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (২০২৩- ২৪), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোটর্স কোচিং (২০২৪-২৫) ও মাস্টার্স ১ম পর্ব গণমাধ্যম ও সাংবাদিকতা (২০২৪) কোর্সে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। এসব আবেদনকারীকে প্রার্থীকে কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উল্লেখিত সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করতে হবে। উল্লিখিত কোর্সগুলো ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে। কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোর্সের রেগুলেশন অনুযায়ী আবেদনের যোগ্যতা যাচাই করে প্রাথমিক আবেদন গ্রহণ করবেন।
এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/ Important Notice অপশন থেকে জানা যাবে।
*মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তিসংক্রান্ত তথ্য দেখতে এখানে ক্লিক করুন