ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের আওতায় মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। এ জন্য আগ্রহীদের আবেদন করতে হবে। জানুয়ারি থেকে জুন–২০২৫ সেমিস্টারের নেওয়া হবে শিক্ষার্থী ভর্তি। প্রোগ্রামের মেয়াদ ২ বছর, ১৭টি কোর্স, ৫১ ক্রেডিট ঘণ্টা।
*যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি। সব পাবলিক পরীক্ষায় ২য় শ্রেণি/ডিভিশন অথবা সিজিপিএ–২.৫ (৪–এর মধ্যে) থাকতে হবে।
*কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ICAB, ICMAB, ICSB, ACCA, FCA এবং অন্যান্য প্রফেশনাল বডিতে যুক্ত শিক্ষার্থীদের কর্মাভিজ্ঞতা প্রয়োজন হবে না।
*ICAB, ICMAB, ICSB, ACCA, FCA এবং প্রফেশনাল বডির সদস্যদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, তবে তাঁদের অবশ্যই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
শুক্র ও শনিবার সন্ধ্যায়।
১৫০০ টাকার বিনিময়ে এমপিএ অফিস থেকে আবেদনপত্র ফরম সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ ও বর্ণনামূলক। বিষয় ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বেসিক অ্যাকাউন্টিং।
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৪
ভর্তি পরীক্ষার তারিখ: লিখিত পরীক্ষা ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার বেলা ২.৩০ টায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা বিকেল ৪টায়।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট du.ac.bd