ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ

ঢাবি ৭ কলেজ ও দুই ইউনিটে পছন্দক্রম পূরণের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি–ইচ্ছুকদের কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণের সময় দুই দিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধিভুক্ত সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের পাসকৃত শিক্ষার্থীদের বিষয় ও কলেজ পছন্দক্রম পূরণ করার সময়সীমা ২৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’

গত ২৯ মে থেকে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। গতকাল রোববার (২৩ জুন) এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এখন সময় দুই দিন বাড়ানো হলো।