চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফল প্রকাশ, পাস ২৯ শতাংশ

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ হয়। এবার বি ইউনিটে ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগ নিয়েই বি ইউনিট। এর মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, পালি, সংস্কৃতি, বাংলাদেশ স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, ফারসি ভাষা ও সাহিত্য এ বিভাগগুলো রয়েছে। গত শুক্রবার ও বৃহস্পতিবার মোট তিনটি পালায় এই ইউনিটের পরীক্ষা হয়েছিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ৫২ হাজার ৯৯৫ জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৪২ হাজার ২৪৭ জন। সেই হিসেবে উপস্থিতির হার ছিল প্রায় ৮০ শতাংশ।

বি ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, পরীক্ষায় তাঁরা বৈধ ওএমআরের সংখ্যা ছিল ৪২ হাজার ১৯০ টি। বাকি ওএমআর বিভিন্ন কারণে বাতিল হয়েছে। মোট পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী। আর ফেল করেছেন ২৯ হাজার ৪৩৫ জন।

এর আগে গতকাল সোমবার প্রথম বর্ষ স্নাতক শ্রেণির এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।