সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অনেক শিক্ষার্থী মুঠোফোনে ফলাফল পাওয়ার পরেও নিজের স্কুলে এসেছে সহপাঠীদের সাথে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নিতে। আশানুরূপ ফলাফল করায় একে অপরকে জড়িয়ে ধরে কিংবা মুঠোফোনে সেলফি তুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া রোড, বরিশাল নগর, ২৮ নভেম্বর
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অনেক শিক্ষার্থী মুঠোফোনে ফলাফল পাওয়ার পরেও নিজের স্কুলে এসেছে সহপাঠীদের সাথে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নিতে। আশানুরূপ ফলাফল করায় একে অপরকে জড়িয়ে ধরে কিংবা মুঠোফোনে সেলফি তুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া রোড, বরিশাল নগর, ২৮ নভেম্বর

একাদশে ভর্তি এবারও আগের নিয়মে

উচ্চমাধ্যমিকে ভর্তি এবারও আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অর্থাৎ একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজটি।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিকে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না। আর ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে।

কাঙ্ক্ষিত ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে

অন্য এক প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় বয়সের বাধা তুলে দিতে চাই। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কাজ দ্রুততার সঙ্গে করবে। তাহলে সমস্যাগুলো অনেকাংশ থাকবে না।

মাধ্যমিকে (নবম শ্রেণিতে) কোনো শিক্ষার্থী বিজ্ঞান নিতে চাইলে তাকে সেটি পড়তে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। অবশ্য যে নতুন শিক্ষাক্রম আসছে, তাতে বিভাগ–বিভাজন থাকছে না বলেও জানান তিনি।