বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিসিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং সার্টিফিকেট কোর্সে ভর্তি, আবেদন যেভাবে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত পিসিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং (CPFC) প্রোগ্রামে জানুয়ারি–জুন ২০২৫ সিমেস্টারে (২৫২ টার্ম) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ছয় মাস মেয়াদি সার্টিফিকেট প্রোগ্রাম। আবেদনসহ মোট ভর্তি ফি: ১০০+৩১৭০=৩২৭০ টাকা। এছাড়া আনুষঙ্গিক চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSPAS https://osapsnew.bou.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

এসএসসি বা সমমান।

আসনসংখ্যা (প্রতি স্টাডি সেন্টার): ৫০টি

স্টাডি সেন্টার: যুব প্রশিক্ষণ কেন্দ্র (ময়মনসিংহ; বগুড়া; লিংক রোড, কক্সবাজার ও সোনাডাঙ্গা, খুলনা)।

অনলাইনে আবেদন ও প্রাথমিক ভর্তির প্রক্রিয়া আবেদন করার শেষ তারিখ:

২২ জানুয়ারি ২০২৫।

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ৩১ জানুয়ারি ২০২৫। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট www.bou.ac.bd তে ঢু মারতে হবে