ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএলটি কোর্সে মাস্টার্সের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ইংলিশ লিটারেচার, অ্যাপ্লায়েড লিঙ্গুয়িস্টিক অ্যান্ড ইএলটি কোর্সে ২০২২–২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। এক বছর মেয়াদি এই মাস্টার্স কোর্সে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্টের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ২০৮৪ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহ করতে ফি বাবদ দুই হাজার টাকা প্রদান করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ৭ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদনপত্র জমাদানের সময় ভর্তি ফি বাবদ তিন হাজার টাকা প্রদান করতে হবে। যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এই কোর্সে ভর্তিতে। তবে স্নাতকে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

আগামী ৭ অক্টোবর কলাভবনের নিচতলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের ১ ঘণ্টা ৩০ মিনিটের ভর্তি পরীক্ষায় এমসিকিউ ২৫, লিখিত ৫০ ও ভাইভায় ২৫ নম্বর থাকবে।

ভর্তির পর ক্লাসের সময়সূচি বিভাগের নোটিশে জানানো হবে। ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ইংরেজি বিভাগের https://www.du.ac.bd/webPost/52/16617 ওয়েবসাইটে এবং নির্দেশনা দেখতে নোটিশ অংশের Admission Test Instruction–এ ক্লিক করতে পারবেন।