চিকিৎসক
চিকিৎসক

চট্টগ্রামের নৌবাহিনী মেডিকেল কলেজে ভর্তি, জেনে নিন বিস্তারিত

বাংলাদেশ নৌবাহিনীর নৌ কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত নৌবাহিনী মেডিকেল কলেজ, চট্টগ্রাম সশস্ত্র বাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজের সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী অনলাইনে তে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

ভর্তির আবেদনের নির্দেশনাবলি—

  • ২০২৪ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান ও ২০২২ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান অথবা ২০২৪ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান অথবা ২০২৩ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের জিপিএ কমপক্ষে সর্বমোট ৯.০০ হতে হবে;

  • শুধু ‘উপজাতীয়’ প্রার্থীর ক্ষেত্রে জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য হবে। তবে এককভাবে কোনো পরীক্ষা একটিতে গ্রেড পয়েন্ট ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না;

  • প্রার্থীকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে।

  • সবার জন্য এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৪.০০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

  • শর্ত থাকে যে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী ৩ (তিন) বছরের মধ্যে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় পাস হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না।

  • যেসব ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, তারা নৌবাহিনী মেডিকেল কলেজ, চট্টগ্রামকে পছন্দের তালিকায় অগ্রাধিকার দিতে চাইলে নির্ধারিত ফি প্রদানপূর্বক ২৭ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে http://afmc.tele-talk.com.bd পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ—

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: চলছে

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর, শুক্রবার (রাত ১১টা ৫৯ মিনিট)

  • অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: অনলাইনে আবেদনের সময় হতে পরবর্তী ২৪ ঘণ্টা।

  • ভর্তি পরীক্ষা: ২৪-১-২০২৫, (শুক্রবার, সকাল ১০ হতে বেলা ১১টা পর্যন্ত মোট ১ ঘণ্টা)।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে সমন্বয়পূর্বক ভর্তি পরীক্ষার প্রক্রিয়া, লিখিত পরীক্ষার নম্বর বণ্টন, প্রার্থী মূল্যায়ন, উত্তরপত্র যাচাই সম্পন্ন করা হবে। অনলাইনে আবেদনপত্র/ফরম পূরণ করার সময় ভর্তি–সংক্রান্ত নির্দেশাবলি যথাযথভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। পরীক্ষা ফি টাকা ১০০০/- (এক হাজার) শুধুমাত্র Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে (অফেরতযোগ্য)।

অনলাইনে আবেদনের ফি জমাদানের পর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না। যেকোনো ধরনের তথ্য সংশোধনের জন্য প্রার্থীকে পুনরায় ফি প্রদান সাপেক্ষে নতুনভাবে আবেদন করতে হবে এবং সর্বশেষ আবেদনপত্রটি চূড়ান্ত বলে বিবেচিত হবে। O-Level/ A-Level পাস করা প্রার্থীকে Director General of Medical Education, Mohakhali, Dhaka হতে Equiva lence Certificate ও ID নম্বর সংগ্রহ করে আবেদন করতে হবে।

ভর্তি–সংক্রান্ত যাবতীয় তথ্য নৌবাহিনী মেডিকেল কলেজের ভর্তি–সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানায় পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ভর্তি–সংক্রান্ত তথ্যের জন্য afmc.amc.admission@g-mail.com ঠিকানায় ই-মেইল এবং ০১৭৬৯৭০২৭৮৮ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। অনিবার্য কারণবশত ভর্তিপ্রক্রিয়া বাতিল হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চূড়ান্ত প্রার্থী নির্বাচন—

  • লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের মেধা তালিকা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন ও পরবর্তী সময়ে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।

  • ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ‘ভর্তি পরীক্ষা কমিটি’–এর সিদ্ধন্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।