ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, এসএসসি-এইচএসসি মিলিয়ে জিপিএ–৬.৫ হলে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ’–এ প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৩ অক্টোবর। আবেদন ফি তিন হাজার টাকা। ভর্তির আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অনুমোদিত যেকোনো সরকারি, বেসরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বা সংস্কৃতি বিভাগ বা অন্য যেকোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট ন্যূনতম জিপিএ–৬.৫ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে। স্নাতকে ন্যূনতম জিপিএ–৩.২৫ বা দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখগুলো কী কী

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ৬ নভেম্বর।