বুয়েট ভর্তি পরীক্ষা, প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণিতে ভর্তিতে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম থেকে তিন হাজারতম অবস্থানে থাকা শিক্ষার্থীদের মূল পর্বের পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীরা আগামী ৩ থেকে ৮ মার্চ বিকাল পাঁচটার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে বিভাগ নির্বাচন (পছন্দমতো) পূরণ করবেন। এরপর মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। মনোনীত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষা আগামী ৯ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আবেদনকারীর মধ্য থেকে বাছাই করা ১৭ হাজার ৪২৮ শিক্ষার্থী প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৫৫৫ জন এবং ছাত্রী ৪ হাজার ৮৭৩ জন। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে।

* প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার প্রথম শিফটের ফলাফল দেখুন এখানে

*প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার দ্বিতীয় শিফটের ফলাফল দেখুন এখানে