গুচ্ছের সর্বশেষ ধাপের ভর্তির সূচি ঘোষণা

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ষষ্ঠ ও সর্বশেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি আজ শনিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিক ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি ভর্তিপ্রক্রিয়ার ষষ্ঠ (সর্বশেষ) পর্যায়ের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

১. প্রাথমিক ভর্তি ও ফি প্রদান

১৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি ও সংশ্লিষ্ট ফি ৫০০০ টাকা প্রদান করতে হবে।

২. চূড়ান্ত ভর্তি
১৭ থেকে ১৮ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করতে হবে।

যা লক্ষ রাখতে হবে শিক্ষার্থীদের

  • পছন্দক্রমে অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরও প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীকালে জিএসটি-গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।

  • প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীকালে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

  • বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে