ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পান। সেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার অংশ নিতে আবেদন আজ সোমবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। আবেদন শেষ হবে ৫ ফেব্রুয়ারি।
ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে আবেদনকারী প্রার্থীদের। এর মধ্যে গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫ নম্বর। ভর্তি পরীক্ষা হবে দুই ঘণ্টায়। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষায় কোন পাস মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১. বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)
২. বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)
৩. বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
৪. বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
৫. বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ)
৬. বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)
৭. বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ–টিএম)
*ভর্তি আবেদন শুরু: ২২ জানুয়ারি, সোমবার, বেলা দুইটায়।
*আবেদন শেষ: ৫ ফেব্রুয়ারি, সোমবার, বিকেল পাঁচটায়।
*যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার, রাত ১১টা ৫৯ মিনিটে।
*অ্যাডমিট কার্ড ডাউনলোড: ৭ মার্চ, বৃহস্পতিবার থেকে ১৩ মার্চ, বুধবার।
*অ্যাডমিট কার্ড ডাউনলোডজনিত সমস্যার সমাধান: ১৪ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
*ভর্তি পরীক্ষা: ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
*মেধা তালিকা প্রকাশ: ২৫ মার্চ, সোমবার।
**বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট