কুমিল্লা জিলা স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৫ম শ্রেণি: প্রভাতি শাখায় আসন ৫৫টি, দিবা শাখায় আসন ৫৪, মোট ১০৯টি। ৬ষ্ঠ শ্রেণি: প্রভাতি শাখা আসন ১১০টি, দিবা শাখায় আসন ১০৮টি, মোট ২১৮টি।
ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল দৈবচয়নের মাধ্যমে করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত। ভর্তির আবেদন ফি ১১০ টাকা, যা কেবল টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে। আবেদনপত্রে সরবরাহ করা সব তথ্য শতভাগ নির্ভুল হতে হবে। সরবরাহ করা তথ্যের সঙ্গে পরে কোনো গরমিল পরিলক্ষিত হলে ভর্তি বাতিল হবে। আবেদনপত্রে দেওয়া মুঠোফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order এবং www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে: www.czs.edu.bd