বোর্ড টিসি নিয়ে কলেজ পরিবর্তন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। ১২ জুলাই পর্যন্ত বিটিসির মাধ্যমে ওই শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর অধ্যক্ষদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিটিসির মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনলাইনে ইএসআইএফ ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে ঢাকা বোর্ড। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।