ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে বিশেষ মাইগ্রেশনের আবেদনের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে বিশেষ মাইগ্রেশনের আবেদনের চূড়ান্ত সময়সীমা বর্ধিত করে ২৩ নভেম্বর (শনিবার) পর্যন্ত করা হয়েছে।
চূড়ান্ত মাইগ্রেশন ও খালি আসনে নতুন মনোনয়নসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে খালি আসনে চূড়ান্ত মাইগ্রেশন এবং নতুনভাবে প্রার্থীদের বিষয় মনোনয়ন দেওয়া হবে। ভর্তি আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে যাঁরা এরই মধ্যে আবেদন করতে পারেননি, তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংশ্লিস্ট ওয়েবসাইটে লগইন করে চূড়ান্ত মাইগ্রেশন করতে ইচ্ছুক মেন্যুতে ক্লিক করে নিয়ম অনুসরণ করে সতর্কতার সঙ্গে অবশ্যই আবেদন করতে হবে।
নির্ধারিত তারিখের পর মাইগ্রেশনসংক্রান্ত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। যেসব প্রার্থীর চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান পরিবর্তন হবে, তাঁদের অবশ্যই পরিবর্তিত বিভাগ ও প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্ন এবং অধ্যয়ন করতে হবে।
বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।