ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচে প্রফেশনাল ইন এমএস মনোবিজ্ঞান প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের সুযোগ অনলাইন ও অফলাইন পদ্ধতিতে।
১. আবেদনকারীকে যেকোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. ব্যাচেলর বা সমমান (তিন বছরের বিএ/বিকম/বিএসসি) পরীক্ষায় সিজিপিএ ২.৫০ (৪–এর মধ্যে) পেতে হবে।
৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ ( ৫ পয়েন্টের মধ্যে) থাকতে হবে।
অফলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে জনতা ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করপোরেট শাখা, হিসাব: Professional MS in Psychology Admission, হিসাব নম্বর: 0100267530593-এ আবেদন ফি জমা প্রদান করে, জমা রসিদের মূলকপি এবং এক সেট ফটোকপি জমা দিয়ে টেকনিক্যাল অফিসারের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। প্রার্থীর নিজ হাতে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র জমা দিতে হবে।
মনোবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ আবেদন ফরমটি নিজ হাতে যথাযথভাবে পূরণ করে বিভাগের ই-মেইল ঠিকানায় (msadmissiondupsy@gmail.com) পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রসিদের স্ক্যান কপি পাঠাতে হবে। স্ক্যান কপির ওপর শিক্ষার্থীর পূর্ণ নাম লিখতে হবে।
অফলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে পূরণ করে আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদনকারীরা বিভাগীয় অফিসে এসে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র, টাকা জমা দেওয়ার রসিদের মূল কপি ও ছবি জমা দিয়ে বিভাগীয় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশপত্র কার্ড সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষায় এমসিকিউ ও রচনামূলক দুই ধরনের প্রশ্ন থাকবে। মনোবিজ্ঞান পরিচিতি ২৫, গবেষণা পদ্ধতি ও মৌলিক পরিসংখ্যান ২৫, ইংরেজি ২৫, মৌখিক পরীক্ষা ২৫। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।
১. আবেদনপত্র গ্রহণ ও জমার শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫
২. লিখিত পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, সকাল ৯টা থেকে ১০টা
৩. মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫
৪. ফলাফল প্রকাশের তারিখ: ২৫ এপ্রিল ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ১০ মে ২০২৫