সাইবার নিরাপত্তা বিষয়ে এমএসসি চালু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করেছে। ‘এমএসসি ইন সাইবার সিকিউরিটি’ নামের এ প্রোগ্রাম সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। এ কোর্সে ভর্তি হতে আবেদন করতে পারবেন স্নাতক শেষ করা শিক্ষার্থীরা।

ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের ঘাটতি দূর করতেই স্নাতকোত্তর প্রোগ্রামটি চালু করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

আবেদনের যোগ্যতা

স্নাতকে দ্বিতীয় শ্রেণি বা ৪-এর মধ্যে সিজিপিএ–২ দশমিক ৫ হলেই আগ্রহীরা আবেদন করতে পারবেন ‘এমএসসি ইন সাইবার সিকিউরিটি’ কোর্সে।

এ প্রোগ্রামে আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। এ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।