জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ হয়নি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঠিক করেনি কর্তৃপক্ষ। আবেদন গ্রহণ ও ভর্তির তারিখ চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করবে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তির জড়িয়েছে। প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোনো ভর্তি পরীক্ষা নেই। ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যথাসময়ে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী নভেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ক্লাস শুরুর পরিকল্পনা নিয়েছিল কর্তৃপক্ষ। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭০তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী বছরের জানুয়ারির শেষ থেকেই ভর্তি পরীক্ষা নেওয়া শুরু হতে পারে। এবার লিখিত ও বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।