রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজশাহী বায়োসায়েন্সেস ইনস্টিটিউট ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১ আগস্ট থেকে। আবেদন করা যাবে ১৬ আগস্ট পর্যন্ত।
আবেদন শুরু: ১ আগস্ট, ২০২১
আবেদন শেষ: ১৬ আগস্ট, ২০২১
আবেদন ফি: ৩০০ টাকা
পরীক্ষার তারিখ: পরে জানানো হবে
আবেদন লিংক: https://www.rib.edu.bd/admission
প্রার্থীকে অবশ্যই ২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর এসএসসি ও এইচএসসি মিলে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে অবশ্যই উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে।
বর্তমানে ইনস্টিটিউটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে চারটি বিভাগ চালুর মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
*মাইক্রোবায়োলজি–৫০
*ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স–৫০
*অ্যাগ্রিকালচার – ৫০
*ফিশারিজ – ৫০
মোট আসনসংখ্যা– ২০০
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জীববিজ্ঞান–৪০, রসায়ন–৩০, ইংরেজি–২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা।