বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩ জন, এর মধ্যে ২১ নারী ও ২ পুরুষ রয়েছেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় উত্তীর্ণ হয়েছেন দুজন।
মুক্তিযোদ্ধা, উপজাতীয় কোটায় দুজনসহ অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ২৩ জনকে।
বিএসএমএমইউতে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১১৭ জন ভর্তিচ্ছু, উত্তীর্ণ হন ৫০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ব্লক-বি, তৃতীয় তলার ২৩০ নম্বর কক্ষ।