ঢাবির ভর্তি পরীক্ষা ‘মোটামুটি’ হয়েছে ৫৫ বছর বয়সী বেলায়েতের

ঢাবির ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ।
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বছর বয়সী মো. বেলায়েত শেখ। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস কেন্দ্রে পরীক্ষা দেন তিনি।

বেলায়েত শেখ গাজীপুরের মাওনার বাসিন্দা। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে নিজের স্বপ্নপূরণে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা দেওয়ার পর বেলায়েত প্রথম আলোকে জানান, ক্যাম্পাসের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের অষ্টম তলায় গণিত বিভাগের ৮০২ নম্বর কক্ষে পরীক্ষা দিয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষা মোটামুটি হয়েছে। তবে আশা করছি, চান্স (ভর্তির প্রয়োজনীয় নম্বর) পাব।’

বেলায়েত শেখ ১৯৮৩ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে তিনি পরিবারের হাল ধরেন। এ কারণে তাঁকে উচ্চশিক্ষার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়।

পরে নিজের অসমাপ্ত স্বপ্নপূরণে ভাই ও সন্তানদের উচ্চশিক্ষিত করার চেষ্টা করেন বেলায়েত শেখ। কিন্তু তাঁদের কেউই তাতে সফল হননি।

শেষ পর্যন্ত ৫০ বছরে পা দিয়ে বেলায়েত শেখ নিজেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (এইচএসসি) উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি অংশ নেন ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়।

বেলায়েত শেখ দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে চান বলে জানান তিনি।