জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট শুরু কাল থেকে

জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রোগ্রামিং প্রতিযোগিতার আসর এই ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)। প্রতিবছর আয়োজিত হওয়া এ প্রোগ্রাম প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। দেশের সেরা প্রোগ্রামারদের মিলনমেলায় পরিণত হতে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ। গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ১০০টি দল অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে ৬৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৯৭টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিটি দলে থাকবেন তিনজন সদস্য এবং একজন কোচ। ৮ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের পর চূড়ান্ত পর্বের রিহার্সাল অনুষ্ঠিত হবে এবং ৯ মার্চ মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

টানা পাঁচ ঘণ্টার এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকবে নির্দিষ্ট কিছু সমস্যা, যা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সমাধান করতে হবে। সর্বনিম্ন সময়ের মধ্যে সর্বোচ্চসংখ্যক সমস্যা সমাধানকারী দলকে এই প্রতিযোগিতার বিজয়ী বলে ঘোষণা করা হবে। এনসিপিসি আয়োজনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, চলছে নানান আয়োজন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে বিভাগের সভাপতি ড. গোলাম মোয়াজ্জেম বলেন, ‘প্রতিযোগীদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা একটি অসাধারণ সুযোগ। অংশগ্রহণকারীরা যেন উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মনে রাখতে হবে, এসব প্রতিযোগী দেশের সেরা সম্পদ। নিয়মিত দিকনির্দেশনা এবং সঠিক পরিচর্যা পেলে তাঁদের হাত ধরেই আমরা স্মার্ট বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’

প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি থাকছে নানান আয়োজন এবং সেখানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কম্পিউটার প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদেরা। প্রতিযোগিতা শেষে থাকছে পুরস্কার বিতরণী, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্র্যান্ড ডিনারের আয়োজন। মূল পর্বের অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় নানা ইভেন্ট, পুরস্কার ও উপহারসামগ্রী।

এনসিপিসি আয়োজনে জাবি সিএসই বিভাগের সঙ্গে রয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। স্পনসর হিসেবে থাকছে ব্রেইন স্টেশন ২৩ পিএলসি, এনসিসি ব্যাংক, ডিএসআই ও থেরাপ বিডি। এই আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।