আইওএমে ইন্টার্নশিপ, স্নাতক ও ইংরেজিতে দক্ষ হলে আবেদন

অভিবাসন সম্পর্কে উত্সাহী এবং বিশ্বে এর সমস্যা সমাধান বা এর প্রভাব নিয়ে কাজ করতে চাইলে আছে ইন্টার্নশিপের সুযোগ। এ ইন্টার্নশিপের কেতাবি নাম ‘আইওএম ইউএন মাইগ্রেশন ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’। এখন আগ্রহীরা আবেদন করতে পারবেন। যে শিক্ষার্থী সম্প্রতি স্নাতক করেছেন এবং মাইগ্রেশনের মানবিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে চান, তারা এ অসাধারণ সুযোগ গ্রহণ করতে পারেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তার গ্লোবাল অফিসে প্রতিবছর সারা বিশ্বের শত শত শিক্ষার্থীকে ইন্টার্নশিপে সুযোগ দেয়। এ প্রোগ্রামের মাধ্যমে ইন্টার্নরা আইওএমের বিভিন্ন কার্যক্রমের অংশগ্রহণের সুযোগ পাবেন, সঙ্গে নানা কাজের অভিজ্ঞতা অর্জন এবং মাইগ্রেশন-সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞানও অর্জিত হবে। ইন্টার্নশিপের মেয়াদ সচরাচর দুই থেকে ছয় মাস পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ৯ মাস পর্যন্ত হয়।

আইওএম ইন্টার্নশিপের সুযোগ–সুবিধা

* মাসিক ভাতা: বেশির ভাগ ইন্টার্নরাই জীবনযাত্রার খরচ নির্বাহের জন্য বৃত্তি পাবেন;

* ভিসা ও ভ্রমণ ফি: ইন্টার্নরা ভ্রমণের জন্য এবং ভিসার জন্য সহায়তা পাবেন;

* কাজের অ্যাসাইনমেন্ট: অভিজ্ঞ সুপারভাইজারদের অধীন কাজের সুযোগ। অভিজ্ঞ সুপারভাইজারদের পরামর্শে ইন্টার্নরা তাদের একাডেমিক কাজে এবং পেশার ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন;

* বিশ্বে কাজের সুযোগ: বিশ্বব্যাপী আইওএম কান্ট্রি অফিসে কাজ করার সুযোগ মিলবে। আর জেনেভায় আইওএম সদর দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ আছে;

* চাকরি অন ট্রেনিং সুযোগ: ইন্টার্নশিপে অর্জিত ব্যবহারিক দক্ষতা ভবিষ্যৎ ক্যারিয়ারে কাজে দেবে;

*নেটওয়ার্কিং: এই ইন্টার্নশিপের ফলে আন্তর্জাতিক নানার সংস্থার ব্যক্তিদের সঙ্গে সংযোগ তৈরি হবে।

আবেদনের যোগ্যতা

* বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে (স্নাতক স্তর বা সমতুল্য) চূড়ান্ত শিক্ষাবর্ষে ভর্তি;

* স্নাতক ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থী (মাস্টার্স স্তর বা উচ্চতর);

*  বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সর্বশেষ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক সম্পন্ন করা;

* আবেদনকারীর বয়স ১৯ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে;

* ভাষা দক্ষতার ক্ষেত্রে আইওএমের অফিশিয়াল ভাষা ইংরেজি, ফ্রেঞ্চ বা স্প্যানিশ তিনটির যেকোনো একটিতে (মৌখিক এবং লিখিত) দক্ষ।

* ইন্টার্নশিপ সম্পর্কে ও আবেদনের বিস্তারিত দেখুন এখানে