জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীকে বিতর্কের প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীকে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মসূচির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। তাদের এই ধারাবাহিকতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন, বিতার্কিকেরা সুন্দর মনের মানুষ হয়, তারা বেশ সাহসিকতার মাধ্যমে সব কাজে অবদান রাখে, জীবনে কখনো থেমে থাকে না, মুক্তমনের, প্রগতিশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিতর্ক ভূমিকা রাখে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।