বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) পেডিয়াট্রিকস (এফসিপিএস) ইন্টারঅ্যাকটিভ ওরাল এক্সামিনেশনের মক টেস্ট আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টায় বিসিপিএসে অনুষ্ঠিত হবে এ মক টেস্ট। রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৫০০ টাকা ২১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর পেডিয়াট্রিকস (এফসিপিএস)–এর ইন্টারঅ্যাকটিভ ওরাল এক্সামিনেশনের মক টেস্ট ২৬ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৯টায় কলেজে অনুষ্ঠিত হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য সচিব, বিসিপিএস বরাবর ১ হাজার ৫০০/- (এক হাজার পাঁচ শত) টাকা অগ্রণী ব্যাংক অথবা ট্রাস্ট ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রসিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে ২১ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’
মক টেস্টের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন