চট্টগ্রাম জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ সোমবার নগরের ফয়’স লেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে জিপিএ-৫ উৎসব।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ। এ ছাড়া সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, বিনা মূল্যে প্রথম আলো ই-পেপার (৩ মাস) ও চরকির (৩০ দিন) সাবস্ক্রিপশন, শিখোর পক্ষ থেকে বিশেষ বৃত্তি, প্রথমা ডটকমে অনলাইন বই অর্ডারে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে ডেলিভারি চার্জ ছাড়া অতিরিক্ত দুটি সংখ্যা ও একটি চাবির রিং। এ ছাড়া রয়েছে ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাক্স বক্স এবং কনকর্ডের পক্ষ থেকে দুপুরের খাবার, ফয়’স লেকে বিনা মূল্যে প্রবেশ টিকিট, রাইডে ওঠার সুযোগ।
শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপন করতে সাংস্কৃতিক পর্বে থাকবেন অভিনয়শিল্পী আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী এবং জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল। অন্যদিকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আদনান মান্নান, চিকিৎসক ও সমাজকর্মী ফারহানা আক্তার, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বিশিষ্টজনেরা।