পবিত্র রজমান মাসে বিদ্যালয় খোলা রাখা নিয়ে বিতর্ক এড়াতে আগামী বছরের ৫২টি শনিবারের (সাপ্তাহিক ছুটি) মধ্যে থেকে কিছু শনিরার বিদ্যালয় খোলা রাখা হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টি এ বছর এভাবে এসেছে, তাই আগামী দিনে বছরের ৫২টি শনিবারের মধ্যে থেকে কিছু শনিবার বিদ্যালয় খোলা রেখে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করার জন্য পরিকল্পনা করা হবে।
গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে পরে হাইকোর্টে রিট হয়, যার প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পবিত্র রমজানের মধ্যে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছিলেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। তারপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, তাতে রমজানে বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকে। আপিল বিভাগের আদেশের পর বিদ্যালয় খোলা রাখা হয়েছিল। ক্লাস শেষে এখন অবশ্য পূর্বঘোষণা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিকে ছুটি শুরু হয়েছে।