বিএসএমএমইউ
বিএসএমএমইউ

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর, মানতে হবে যে যে নির্দেশনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্রবেশপত্র ব্যতীত কলম, পেনসিল, ব্যাগ ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা মার্চ ২০২৫–এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৮ নভেম্বর (শুক্রবার) ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীরা প্রবেশপত্র ব্যতীত কলম, পেনসিল, ব্যাগ, হাতঘড়ি, মুঠোফোন এবং যেকোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।’

পরীক্ষাকেন্দ্রে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য বল পয়েন্ট কলম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সরবরাহ করা হবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।