‘ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম ২০২৩’ একটি যুগান্তকারী প্রোগ্রাম। ৩ বছরের এ প্রোগ্রামে অর্থসহায়তাও মিলবে। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের প্রায় ৪০০ পণ্য সম্পর্কেও ধারণা মিলবে ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামে কাজ করার সুযোগ হলে।
ফিউচার লিডার্স প্রোগ্রাম তরুণদের লক্ষ্য অর্জনে ইউনিলিভারের একটি প্রোগ্রাম। ইউনিলিভারের বিশেষজ্ঞ ও পরামর্শকদের নির্দেশনায় কাজ করার সুযোগ মিলবে ফিউচার লিডার্স প্রোগ্রামে। ফিউচার লিডার্স প্রোগ্রাম নতুনদের ক্যারিয়ার গঠনে এবং সবার সামনে নিজেকে প্রকাশের একটি মাধ্যম। এ প্রোগ্রামের অভিজ্ঞতা নিজের পরিবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যতে নানা উদ্যোগ গ্রহণের সহায়ক হবে।
*আগ্রহী প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
*সমাজে পরিবর্তন আনার প্রবল আগ্রহ ও ইচ্ছা থাকতে হবে।
*ইউনিলিভারের কর্মী ও চাকরিক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি প্রশিক্ষণ দেবেন।
*৩ বছর প্রার্থীরা আকর্ষণীয় বেতন পাবেন।
*যেকোনো দেশে থেকে কাজ করার সুযোগ এবং যেকোনো দেশে কাজ করার সুযোগের জন্য সহায়তা করবে ইউনিলিভার।
*নিয়মিত স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নানা সহায়তার ব্যবস্থা আছে।
*অনলাইনে আবেদন করার জন্য আবেদন লিংকের ‘apply now’ বাটনে ক্লিক করতে হবে।
*আবেদনপ্রক্রিয়ার কাজটি সতর্কতার সঙ্গে করতে হবে।
*লিংকডইন প্রোফাইল থাকলে তা–ও আবেদনে জুড়ে দিতে পারবেন যে কেউ।
*আবেদনের পর প্রার্থীকে ৫ থেকে ৬টি মূল্যায়ন পরীক্ষা দিতে হবে। এ মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রার্থীর জ্ঞান, মানসিক ও সামাজিক বৈশিষ্ট্যের ধারণা যাছাই করা হবে।
*সবশেষে একটি সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষা যেকোনো সময় ও যেকোনো স্থানে বসে দিতে পারবেন প্রার্থী।