পড়ালেখার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো-তে (Shikho) যুক্ত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি শিখোর নতুন ক্যাম্পেইন ‘শিখবো, জিতবো’-এর প্রচারের সঙ্গে যুক্ত থাকবেন।
শিখোর পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিখো বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমকে সহজ ও আনন্দদায়ক করে উপস্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স নিয়ে কাজ করছে।
শিখোর সহপ্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন শাহীর চৌধুরী (সিইও) ও জিশান জাকারিয়া (সিওও)। তাঁদের ভাষ্য মতে, তাঁরা বাংলাদেশের প্রথম ও একমাত্র পার্সোনালাইজড ডেটা-নির্ভর লার্নিং অ্যাপ চালু করেছেন।
বর্তমানে দেশের ৬৪টি জেলায় ৬ লাখ ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী Shikho অ্যাপে প্রতিদিন গড়ে ৬৮ মিনিট করে ব্যয় করছেন। এই অ্যাপে অ্যানিমেটেড ভিডিও লেসনের মাধ্যমে প্রতিটি বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা প্রযুক্তির উন্নয়নে গত বছরের আগস্টে প্রথম সিড রাউন্ডে ১৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পায় শিখো। চলতি বছরের মার্চে দ্বিতীয় সিড রাউন্ডে আরও ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পায় তারা।