রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ জুলাই
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ জুলাই

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে এবার বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছয় দিন ধরে এ কর্মসূচি পালিত হচ্ছে। ওই দিন থেকে তাঁরা ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেছেন।
আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, প্রথমে কিছুসংখ্যক শিক্ষক এই কর্মসূচি শুরু করলেও আজ থেকে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাবেন। সামনে আমরণ অনশনের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

আজ বেলা দুইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক এ লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেখানে কথা হয় আন্দোলনকারী এক শিক্ষকের সঙ্গে। সূর্য রায় নামের এই শিক্ষক জানালেন, তিনি নড়াইল সদর উপজেলার বাশগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সূর্য রায় বলেন, তিনি এমপিওভুক্ত শিক্ষক (সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান)। বাড়িভাড়া পান মাত্র এক হাজার টাকা। সব মিলিয়ে যে বেতন-ভাতা পান, তা দিয়ে চলতে খুবই কষ্ট হয়। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে সব দিক দিয়েই ভালো হবে। এ জন্য তিনি এ দাবিতে আন্দোলনে যোগ দিয়েছেন।

মাদারীপুর থেকে আসা এক নারী শিক্ষক জানালেন, তাঁরা ক্লাস বন্ধ করে এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে ১১ জুলাই থেকে কর্মসূচি চলছে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ জুলাই

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে ১১ জুলাই থেকে এ কর্মসূচি চলছে। সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ বলেন, যত দিন পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না আসবে, তত দিন পর্যন্ত কর্মসূচি চলবে। হয়তো কর্মসূচিতে ভিন্নতা আসবে। যেমন ১১ জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে তালা বন্ধ করে এ কর্মসূচি চলছে। আজ থেকে ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে দাবি পূরণের ঘোষণা না এলে সামনে আমরণ অনশনসহ আরও বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হবে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মসূচিতে অবস্থানরত দুই নারী শিক্ষক। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ জুলাই

বর্তমানে সারা দেশে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আছে ২০ হাজারের বেশি। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৮৪টি, বাকিগুলো বেসরকারি। সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ কোটি ১ লাখ ৯০ হাজার ২২। মোট শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এমপিওভুক্ত। এর মানে হলো এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।