এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

২৭. নিচের কোনটি অপরিচালন ব্যয়?

ক. কারখানার উপরিব্যয়

খ. বিক্রয় পরিবহণ

গ. বেতন

ঘ. ঋণের সুদ

২৮. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২০০,০০০ টাকা এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার ২০% হয় তবে বিক্রয়ের পরিমাণ কত?

ক. ২,২০,০০০ টাকা

খ. ২,৩০,০০০ টাকা

গ. ২, ৪০, ০০০ টাকা

ঘ. ২,৫০,০০০ টাকা

২৯. আসবাবপত্রের ক্রয়মূল্য ১২,০০০ টাকা, পুঞ্জীভূত অবচয় ২০,০০০ টাকা, আসবাবপত্রের বই মূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করলে, অবচয়ের পরিমাণ কত?

ক. ১০,০০০ টাকা

খ. ১২,০০০ টাকা

গ. ১৩,০০০ টাকা

ঘ. ১৪,০০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক