প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৯৩

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। যার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক। এ বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: একসঙ্গে অনেকে বসে উপাসনা করাকে কী বলে?
ক. সাকার উপাসনা খ. নিরাকার উপাসনা
গ. সমবেত উপাসনা ঘ. বৈষ্ণব উপাসনা
উত্তর: গ. সমবেত উপাসনা
প্রশ্ন: উপাসনার মাধ্যম কোনটি?
ক. পূজা খ. পার্বণ গ. অনুষ্ঠান ঘ. প্রার্থনা
উত্তর: ঘ. প্রার্থনা
প্রশ্ন: ‘শরণাগতদীনার্তপরিত্রাণপরায়ণে’—অংশটি কিসের?
ক. শ্রীশ্রীচণ্ডী খ. শ্রীমদ্ভগবদ্গীতা গ. বেদ ঘ. উপনিষদ
উত্তর: ক. শ্রীশ্রীচণ্ডী
প্রশ্ন: উপাসনা কিসের অঙ্গ?
ক. মনের খ. দেহের গ. ধর্মের ঘ. কর্মের
উত্তর: গ. ধর্মের
প্রশ্ন: এক ঈশ্বরের সাকার শক্তির বিভিন্ন রূপ কাদের মধ্য দিয়ে প্রকাশ পায়?
ক. দেব-দেবী খ. আধ্যাত্মিক পুরুষ
গ. সাধক পুরুষ ঘ. অবতার পুরুষ
উত্তর: ক. দেব-দেবী
প্রশ্ন: আমরা বিভিন্ন দেব-দেবীর পূজা করলেও আমাদের মূল উদ্দেশ্য কী?
ক. দেব-দেবীর আরাধনা খ. এক ঈশ্বরের আরাধনা
গ. বহু ঈশ্বরের আরাধনা ঘ. সাধক পুরুষদের আরাধনা
উত্তর: খ. এক ঈশ্বরের আরাধনা
প্রশ্ন: অদ্বিতীয় ঈশ্বরের সাকার রূপ বলতে আমরা কী বুঝি?
ক. দেব-দেবী খ. গুণীজন গ. অবতার ঘ. মহাপুরুষ
উত্তর: ক. দেব-দেবী
প্রশ্ন: আমাদের মনের প্রফুল্লতার জন্য কিসের প্রয়োজন?
ক. উপাসনা খ. ভালো খাওয়া
গ. ওষুধ খাওয়া ঘ. ডাক্তারের উপদেশ পালন
উত্তর: ক. উপাসনা
প্রশ্ন: উপাসনার মাধ্যমে আমাদের মনে কেমন ভাব আসে?
ক. বিক্ষিপ্ত ভাব খ. উদার ভাব
গ. গম্ভীর ভাব ঘ. ঈশ্বর আমার প্রভু
উত্তর: ঘ. ঈশ্বর আমার প্রভু
প্রশ্ন: নরেন প্রতিদিন পড়াশোনার ফাঁকে ফাঁকে ঈশ্বরের নামসংকীর্তন করে। এতে তার—
ক. মন ভালো থাকবে খ. আত্মা বড় হবে
গ. পায়ের ব্যথা কমবে ঘ. অর্থ লাভ হবে
উত্তর: ক. মন ভালো থাকবে
প্রশ্ন: দেবাশীষ প্রতিদিন কার নাম নিয়ে সব কাজ শুরু করবে?
ক. গুরু খ. ঈশ্বর গ. দীননাথ ঘ. প্রভু
উত্তর: খ. ঈশ্বর
প্রশ্ন: ইন্দ্রিয় ও মনের সব গুণের প্রকাশক কে?
ক। শিব খ. দুর্গা গ. গণেশ ঘ. পরম ব্রহ্ম
উত্তর: ঘ. পরম ব্রহ্ম
প্রশ্ন: অবতার কথাটির অর্থ কী?
ক. যিনি অবতরণ করেন না খ. যিনি দান করেন
গ. যিনি প্রকাশ পান ঘ. যিনি নেমে আসেন
উত্তর: ঘ. যিনি নেমে আসেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক