সাধারণত পেশাজীবী ও তরুণ গবেষকদের দক্ষতা বিকাশে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশে অন্য দেশের তরুণ ও পেশাজীবীদের যুক্ত করার একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমনি নিজের অভিজ্ঞতাও অন্যদের জানানো যায়।
বৃত্তি পেয়ে কম খরচে বা বিনা খরচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিললেও ফেলোশিপের সুযোগ–সুবিধা আলাদা। এখানে পড়াশোনার বাঁধাধরা নিয়ম না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বিকাশের সুযোগ মেলে। তেমনি সুযোগ দিচ্ছে আমেরিকার হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপ। এ ফেলোশিপে আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশিরাও।
বাংলাদেশের বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা প্রতিনিয়ত কাজ করছেন (ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে), তাঁরা হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপ করার সুযোগ পাবেন। ৯ মাসের এ ফেলোশিপের জন্য ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ ৯৮৫ টাকা। ১ মার্কিন ডলার সমান ১১৭ দশমিক ২১ টাকা ধরে। এর সঙ্গে থাকছে মাসিক স্টাইপেন্ড, থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং নিজের গবেষণার খরচসহ অন্য সব সুবিধা।
আগ্রহী প্রার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে জে-১ ভিসা। বৈজ্ঞানিক থেকে ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও লেখকদের দিতে হবে নিজের কাজের নমুনা। যাঁরা শিল্পী হিসেবে আবেদন করবেন, তাঁদের দিতে হবে নিজের কাজের ভিডিও এবং চিত্রশিল্পী হলে নিজের কাজের চিত্র।
আবেদন কীভাবে
এ ফেলোশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত পাওয়া যাবে Harvard Radcliffe Fellowship 2024-25 –এর ওয়েবসাইটে। এ সাইটে যাওয়ার পর নিজের ই–মেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি তৈরি করতে হবে। এরপর আবেদনের প্রক্রিয়ার জন্য আবেদনপত্র পাওয়া যাবে। সবকিছুই হবে অনলাইনে। আবেদনের সঙ্গে দিতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তিনজনের সুপারিশপত্র। আবেদনের প্রক্রিয়া নিয়ে কোনো কিছু জানতে চাইলে harvardradcliffefellowship@adcliffe.harvard.edu–তে ই–মেইলে যোগাযোগ করতে হবে।
আবেদন শেষ কবে
আর্টিস্ট ও সাংবাদিকদের আবেদন পাঠানোর শেষ সময় আগামী ১২ সেপ্টেম্বর। বৈজ্ঞানিক থেকে গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহীদের আবেদন পাঠানোর শেষ সময় আগামী ৩ অক্টোবর।