সোনালী ব্যাংক–জেনেক্স চুক্তি

সব শিক্ষার্থী অনলাইনে বেতন দিতে পারবে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে বেতন দিতে পারবে
ছবি: বিজ্ঞপ্তি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে বেতন দিতে পারবে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডকে এ ব্যাপারে কারিগরি সহায়তা দিচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এ বিষয়ে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেড ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই হয়। ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। ওই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী অগণিত শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন থেকে দেশের সব সরকারি–বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে বেতন পরিশোধ করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্ভাবনী উদ্যোগ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’–এর আলোকে শিক্ষার্থীদের বেতন অনলাইনে প্রদানের জন্য দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে দেশব্যাপী কার্যক্রমটি পরিচালিত হবে। এতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন মাত্রা যোগ হলো। বিজ্ঞপ্তি