৩১. কত সালে মাদার তেরেসা ‘নির্মল হৃদয়’ প্রতিষ্ঠা করেন?
ক. ১৯৪৯ খ. ১৯৫২
গ. ১৯৫৭ ঘ. ১৯৫৯
৩২. মাদার তেরেসার পরিবারে দুর্দশা নেমে আসে কেন?
ক. বাবার মৃত্যুর কারণে
খ. বেকার হওয়ায়
গ. মায়ের মৃত্যুর কারণে
ঘ. নিজে অসুস্থ হওয়ায়
৩৩. মাদার তেরেসা সেন্ট মেরিজ স্কুলে কত বছর শিক্ষকতা করেন?
ক. ৭ বছর খ. ১০ বছর
গ. ১৭ বছর ঘ. ২০ বছর
৩৪. মাদার তেরেসা ‘প্রেমনিবাস’ আবাসনটি কোন রোগীদের জন্য প্রতিষ্ঠা করেন?
ক. কুষ্ঠ খ. করোনা
গ. কলেরা ঘ. ক্যানসার
৩৫. মাদার তেরেসাকে পরিবার থেকে কোন নামটি দেওয়া হয়?
ক. অ্যাগনেস গোনজা বোজাঝিউ
খ. দ্রানাফিল গোনজা
গ. অ্যানেস বোজাঝিউ
ঘ. দ্রানাফিল বার্নাই বোজাঝিউ
৩৬. অ্যাগনেস গোনজা বোজাঝিউর নাম কখন মাদার তেরেসা হয়?
ক. স্কুলে ভর্তি হওয়ার পরপর
খ. সন্ন্যাসব্রত গ্রহণের পর
গ. মা হওয়ার পর
ঘ. নোবেল পুরস্কার পাওয়ার পর
৩৭. বাংলাদেশ থেকে ১৯৭১ সালে কত লোক ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন?
ক. ১১ লাখ
খ. প্রায় ১৮ লাখ
গ. প্রায় ১ কোটি
ঘ. ১ কোটি
৩৮. ঢাকার কোথায় মিশনারিজ অব চ্যারিটির প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয়?
ক. গুলশানে খ. আমিনবাজারে
গ. ইসলামপুরে ঘ. আজিমপুরে
৩৯. মাদার তেরেসা নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত ভোজসভা বাতিল করে ভোজসভার জন্য নির্ধারিত অর্থ কাদের দেওয়ার জন্য অনুরোধ করেন?
ক. অনাথ মানুষের
খ. ক্ষুধার্ত মানুষের
গ. শীতার্ত মানুষের
ঘ. গৃহহীন মানুষের
৪০. কত সালের ঘূর্ণিঝড়ের পর মাদার তেরেসা বাংলাদেশে এসেছিলেন?
ক. ১৯৭৪ সালের
খ. ১৯৮৮ সালের
গ. ১৯৯১ সালের
ঘ. ২০১০ সালের
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.গ ৩৯.খ ৪০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন