১. অধ্যাপক সন্জীদা খাতুন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৩ খ. ১৯৩৫
গ. ১৯৩৬ ঘ. ১৯৩৭
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন সন্জীদা খাতুন?
ক. বাংলা খ. ইতিহাস
গ. নাট্যকলা ঘ. ইংরেজি
৩. সন্জীদা খাতুনের রচনা নিচের কোনটি?
ক. আদিম সময়ের স্মৃতি
খ. সত্যেন্দ্রনাথের পরিচয়
গ. ধ্বনি থেকে কবিতা
ঘ. রবীন্দ্রনাথের পরিচয়
৪. সন্জীদা খাতুন একজন—
i. অধ্যাপক
ii. প্রবন্ধকার
iii. রবীন্দ্রসংগীতশিল্পী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. প্রথম বিশ্বযুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু মাদার তেরেসার কোমল হৃদয়ে —
ক. দুঃখ–ভারাক্রান্ত করে
খ. কষ্ট দিয়ে যায়
গ. ব্যথা দিয়ে যায়
ঘ. ছাপ ফেলে যায়
৬. মাদার তেরেসার বাবা কত বছর বয়সে মারা যান?
ক. ৪ বছর খ. ৫ বছর
গ. ৬ বছর ঘ. ৭ বছর
৭. ‘লরেটো সিস্টার্স’ কোথায় অবস্থিত?
ক. সিলেটে খ. দার্জিলিংয়ে
গ. রেঙ্গুনে ঘ. ঢাকায়
৮. মাদার তেরেসা মৃত্যুমুখী অসহায় মানুষের জন্য কোনটি প্রতিষ্ঠা করেন?
ক. শিশুভবন খ. নির্মল হৃদয়
গ. প্রেমনিবাস ঘ. নবজীবন আবাস
৯. সেবার ক্ষেত্রে মাদার তেরেসা কাকে সবচেয়ে বড় করে দেখেছেন?
ক. দেশকে খ. জাতিকে
গ. মানুষকে ঘ. ধর্মকে
১০. মাদার তেরেসার কাজের সঙ্গে যোগ দিয়েছিলেন—
i. সন্ন্যাসিনীরা
ii. অসহায়–অসুস্থরা
iii. বিত্তশালী অনেক মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.খ ৯.গ ১০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহনির্বাচনি প্রশ্ন