ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

ষষ্ঠ শ্রেণি - বাংলা | ভাষা ও বাংলা ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন

ভাষা ও বাংলা ভাষা

২১. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?

ক. অঙ্গভঙ্গির ভাষা

খ. ভাববিনিময়ের ভাষা

গ. চোখের ভাষা

ঘ. বর্ণনার ভাষা

২২. সংকেত ভাষা প্রকাশ করা হয়—

i. আঙুল মুখে ছুঁয়ে

ii. হাত মাথায় উঠিয়ে

iii. বুকে হাত দিয়ে

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. সংকেত ভাষার অপর নাম কী?

ক. চোখের ভাষা

খ. ভাববিনিময়ের ভাষা

গ. ইশারা ভাষা

ঘ. বর্ণনার ভাষা

২৪. মাতৃভাষা হলো—

i. মায়ের কাছ থেকে শেখা ভাষা

ii. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে, তার কাছ থেকে শেখা ভাষা

iii. জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, তার কাছ থেকে শেখা ভাষা

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. শিশু প্রথম যে ভাষা শেখে, তাকে বলে—

i. প্রথম ভাষা

ii. মাতৃভাষা

iii. বিদেশি ভাষা

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয়—

i. উপভাষা

ii. প্রমিত ভাষা

iii. কথ্য ভাষা

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৭. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে?

ক. কথ্যভাষা

খ. উপভাষা

গ. প্রমিত ভাষা

ঘ. ব্যক্তিভাষা

২৮. উপভাষার আরেক নাম কী?

ক. আঞ্চলিক ভাষা

খ. কথ্যভাষা

গ. ব্যক্তিভাষা

ঘ. প্রমিত ভাষা

২৯. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?

ক. ব্যক্তিভাষা খ. কথ্য ভাষা

গ. উপভাষা ঘ. প্রমিত ভাষা

৩০. প্রমিত ভাষার অপর নাম কী?

ক. ব্যক্তিভাষা খ. মান ভাষা

গ. উপভাষা ঘ. কথ্য ভাষা

সঠিক উত্তর

ভাষা ও বাংলা ভাষা: ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন