১. কবি শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২০ খ. ১৯২৯
গ. ১৯৩০ ঘ. ১৯৩২
২. কবি শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ২০০৪ খ. ২০০৫
গ. ২০০৬ ঘ. ২০০৯
৩. নিচের কোনটি কবি শামসুর রাহমানের লেখা গ্রন্থ?
ক. খুকীর হাতে গোলাপ
খ. নীল আকাশের চিল
গ. ধানের দেশ বাংলাদেশ
ঘ. এলাটিং বেলাটিং
৪. ‘বাঁচতে দাও’ কবিতার মধ্যে রয়েছে—
i. প্রকৃতি, পরিবেশকে নষ্ট না করা
ii. সমাজ সভ্যতাকে নষ্ট না করা
iii. পরিবেশ ঠিক রেখে মানব সমাজকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. একটি শিশুর সঠিকভাবে বেড়ে উঠতে কিসের অবদান সবচেয়ে বেশি?
ক. স্বাভাবিক বিকাশ
খ. মানসিক বিকাশ
গ. লেখাপড়ার বিকাশ
ঘ. জ্ঞান বিকাশ
৬.‘বাঁচতে দাও’ কবিতায় কখন ঘুঘু ডাকে?
ক. সকালে খ. বিকেলে
গ. মধ্য দিনে ঘ. রাতে
৭. সোনালি চিল পাখা মেলেছে—
i. নীল আকাশে
ii. মনের আনন্দে
iii. প্রকৃতির স্বাভাবিক নিয়মে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘বাঁচতে দাও’ পাঠ করে শিক্ষার্থীরা কী জানতে পারে?
ক. পরিবেশ সংরক্ষণের গুরুত্ব
খ. পরিবেশ বিপর্যয়ের গুরুত্ব
গ. সৌন্দর্য সংরক্ষণের গুরুত্ব
ঘ. বাঁচার আনন্দের গুরুত্ব
৯. কাজল বিলে কোন পাখি নাইছে?
ক. শালিক খ. টিয়া
গ. পানকৌড়ি ঘ. বক
১০. পৃথিবীতে ফুল, পাখি আর সবুজ প্রকৃতি না থাকলে কী হবে?
ক. শিশুদের সুষ্ঠু বিকাশ ঘটবে
খ. শিশুরা বিদ্রোহী হয়ে উঠবে
গ. শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে
সঠিক উত্তর
বাঁচতে দাও: ১.খ ২.গ ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.খ ৮.ক ৯.গ ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন