ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

ষষ্ঠ শ্রেণি - বাংলা | বাঁচতে দাও : বহুনির্বাচনি প্রশ্ন

বাঁচতে দাও

১১. বেঁচে থাকার আনন্দ আছে কিসে?

ক. সুন্দর পরিবেশে

খ. বিকল্প ভ্রমণে

গ. খেলাধুলায়

ঘ. অধিক ধনসম্পদে

১২. সুন্দর পৃথিবী গড়তে ‘বাঁচতে দাও’ কবিতাটি আমাদের কী শেখায়?

ক. পরিবেশ ও প্রকৃতি নষ্ট না করা

খ. পরিবেশকে মাথায় না রাখা

গ. পরিবেশ ও প্রকৃতির পর্যাপ্ত ব্যবহার করা

ঘ. যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ আহরণ করা

১৩. ‘নীল আকাশ, সোনালি চিল’—এগুলো কী?

ক. পরিবেশের অংশ

খ. মানুষের উপকারী

গ. সমাজসভ্যতার অংশ

ঘ. মানুষের জন্য অপ্রয়োজনীয় বিষয়

১৪.‘গহিন’ শব্দের অর্থ কী?

ক. অতল খ. নতুন

গ. নীরব ঘ. নদী

১৫. মনের আনন্দে বালক কোনটির পেছনে ছোটে?

ক. ফড়িংয়ের খ. ঘুড়ির

গ. প্রজাপতির ঘ. জোনাকির

১৬. কোনটি মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়?

ক. পাহাড়-পর্বত

খ. প্রকৃতি ও পরিবেশ

গ. নদী ও সমুদ্র

ঘ. ঘর ও বন

১৭. কবি ফুলবাগানের কোন ফুলকে ফুটতে দিতে বলেছেন?

ক. গোলাপ খ. কদম

গ. শিউলি ঘ. পলাশ

১৮. পানকৌড়ি মনের সুখে কোথায় স্নান করে?

ক. কাজল বিলে খ. পুকুর জলে

গ. চিতল বিলে ঘ. দিঘির জলে

১৯. সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?

ক. গহিন গাঙে খ. বিলের জলে

গ. নীল সাগরে ঘ. ছোট নদীতে

২০. নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?

ক. ফিঙে পাখি খ. শ্যামা পাখি

গ. ঘুঘু পাখি ঘ. টিয়া পাখি

সঠিক উত্তর

বাঁচতে দাও: ১১.ক ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন

পরবর্তী দিনের পড়া