২১. মাদার তেরেসা মাটিতে দাগ কেটে শিশুদের বর্ণমালা শেখাতেন কেন?
ক. লেখার উপকরণ কেনার অর্থের অভাবে
খ. নতুন কিছু করতে
গ. মাটিতে দাগ মোছা যায় বলে
ঘ. শিশুরা এতে আনন্দ পায় বলে
২২. মাদার তেরেসাকে কী কারণে মানুষ মনে রেখেছে?
ক. নোবেল পুরস্কার পাওয়ার কারণে
খ. মানবসেবার কারণে
গ. ধর্ম প্রচারের কারণে
ঘ. সহজ জীবনযাপনের জন্য
২৩. মাদার তেরেসার জীবনাদর্শ অনুসরণ করলে কিসের অনুপ্রেরণা পাবে?
ক. শিক্ষা গ্রহণের খ. দেশপ্রেমের
গ. মানবসেবার ঘ. দেশ ভ্রমণের
২৪. ভারতের মাদার তেরেসা ‘প্রেমনিবাস’ আবাসন কোথায়?
ক. টিটাগড়ে খ. কালীঘাটে
গ. দিল্লিতে ঘ. কলকাতায়
২৫. মাদার তেরেসার পারিবারিক পদবি কোনটি?
ক. বোজাঝিউ খ. মাদার
গ. নিকোলাস ঘ. তেরেসা
২৬. সেন্ট মেরিজ স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে কত দিনের টিফিনের পয়সা বাঁচিয়ে রাখত?
ক. এক দিনের খ. তিন দিনের
গ. চার দিনের ঘ. সাত দিনের
২৭. কাদের আশ্রয় দিতে মাদার তেরেসা ‘শিশুভবন’ তৈরি করেছেন?
ক. দরিদ্র শিশুদের
খ. অনাথ শিশুদের
গ. মেধাবী শিশুদের
ঘ. অসুস্থ শিশুদের
২৮. মাদার তেরেসা কোন শহরের নোংরা বস্তিতে প্রথম স্কুল খোলেন?
ক. কলকাতার খ. চট্টগ্রামের
গ. ঢাকার ঘ. দিল্লির
২৯. কত সালে মাদার তেরেসা প্রথম ঢাকায় আসেন?
ক. ১৯৭০ খ. ১৯৭১
গ. ১৯৭২ ঘ. ১৯৭৫
৩০. মাদার তেরেসা শিশুদের বর্ণমালা শেখাতেন কিসে দাগ কেটে?
ক. মাটিতে
খ. তালপাতায়
গ. মাটির দেয়ালে
ঘ. খাতায়
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.ক ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন