১১. রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ কত মাস ধরে চলেছিল?
ক. ৩ মাস খ. ৫ মাস
গ. ৮ মাস ঘ. ৯ মাস
১২. শেখ মুজিবুর রহমান দেশের জন্য সংগ্রাম করেছেন কেন?
ক. দেশকে ভালোবাসতেন বলে
খ. নির্বাচনের জন্য
গ. সুনাম অর্জনের জন্য
ঘ. মানুষের জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
বাবুদের পরিবারে একটি শিশু জন্ম নিল। সবার মনে তখন খুব আনন্দ। শিশুটি সবার কোলে কোলে থাকে। সবাই শিশুটিকে চিরদিন আগলে রাখতে চায়।
১৩. উদ্দীপকটিতে কোন কবিতার ভাবের প্রতিফলন ঘটেছে?
ক. সুখ খ. সুভা
গ. মুজিব ঘ. জন্মভূমি
১৪. উদ্দীপকটিতে প্রকাশ পায় কবিতার—
i. কাঙ্ক্ষিত শিশুর আগমন
ii. আনন্দের বার্তা
iii. সবার মধ্যে সৌন্দয্যের অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. স্বাধীন বাংলা চিরকাল কাকে ডাকবে?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. শেখ মুজিবকে
গ. ভাষাশহিদদের
ঘ. আন্দোলনের নেতাদের
১৬. ‘সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীতীর বালুচর’—এ চরণের মাধ্যমে কবি কী বুঝিয়েছেন?
ক. বাংলার প্রকৃতি
খ. নদীপাড়
গ. বাংলার বনভূমি
ঘ. বাংলার উর্বর মাঠ
১৭. ‘মাঠ, নদীতীর, বালুচর, বনভূমি’—সবখানে কী আছে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবের কান্না
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবের হাসি
উদ্দীপকটি পড়ে নিচের ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
যতকাল রবে পদ্মা-যমুনা-গৌরী-মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
১৮. ‘মুজিব’ কবিতার কোন চরণে উদ্দীপকের প্রথম চরণটি ফুটে উঠেছে?
ক. সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম
খ. আমরা বাঙালি যত দিন বেঁচে রইব এ বাংলায়
গ. সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীতীর বালুচর
ঘ. বাংলাদেশের ঘরে ঘরে মুজিব
১৯. উদ্দীপকটির দ্বিতীয় প্রতিনিধিত্ব করছে ‘মুজিব’ কবিতার—
i. অবদানের
ii. অমরত্বের
iii. শ্রেষ্ঠত্বের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. মাঠের ফসলের হাসি দেখে কবির কী মনে হয়?
ক. সোনার দেশ
খ. রঙিন দেশ
গ. রঙিন সূর্য
ঘ. মুজিবের হাসি
সঠিক উত্তর
মুজিব: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন